somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যাটরিনা-মাসাককালীতে বাজার সয়লাব... কেনার আগে একবার ফেলানীর কথা ভাবুন..

১৫ ই আগস্ট, ২০১১ রাত ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অভিজাত শপিংমল বসুন্ধরায় "দেশীদশ" এর আজকের ছবি

সারাবছর ইন্ডিয়ান সিরিয়াল এবং সিনেমার প্রভাবে এদেশের উঠতি বয়সী তরুনী থেকে শুরু করে খালাম্মা পর্যায়ের নারীদের ইন্ডিয়ান পোশাক প্রীতি পুরানো একটা বিষয়। বাদ যায়না তরুণরাও। কিন্তু এই পোশাক প্রীতি ঈদ এলেই হাজার গুন বেড়ে যায়। প্রতি ঈদের মত এবারো ভারতীয় পোশাকে মার্কেট গুলো ছেয়ে গেছে। মাসাককলি, কারিনা কাপুর, ওয়াকা ওয়াকা, ক্যাটারিনা আর প্রিয়াংকাদের দাপটে দেশীয় প্রোডাক্টের অবস্থা বেহাল। অথচ মানে এবং ডিজাইনে দেশীয় প্রোডাক্টগুলো ভারতীয়দের তুলনায় বহুগুণ ভাল এবং রুচিসম্মত।


উপচেপরা ভিড়

তবে এবার ব্যক্তিগত ভাবে কিছু অভিজাত এবং মধ্যম সারির মার্কেটে গিয়ে কিছুটা আশাবাদী হয়েছি এই কারনে যে জানতে পারলাম এবার বিদেশি পোশাকের সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে চলছে দেশে তৈরি বিভিন্ন ধরনের পোশাক। আর ক্রেতাদের রুচির সঙ্গে মানিয়ে দেশীয় বুটিকস হাউজগুলোও ঈদকে সামনে রেখে বুনন ও নকশায় এনেছে নতুনত্ব ও আধুনিকতা। আর দেশীয় এই পোশাক জাগরণে যাদের কথা বিশেষ ভাবে উল্লেখযোগ্য সেটি হল দেশীয় দশটি ফ্যাশন হাউসের সম্মিলিত ব্র্যান্ড ‘দেশীদশ।’ মূলত বিদেশী পোশাকের আগ্রাসন থেকে দেশীয় পোশাক কে বাচাতেই ‘দেশীদশ’ এর যাত্রা শুরু। শুরুতে তেমন সাড়া না পেলেও সময়ের পরিক্রমায় ‘দেশীদশ’ এখন সবার নজর কাড়তে সক্ষম হয়েছে।


অভিজাত শপিংমল বসুন্ধরায় "দেশীদশ" এর আজকের ছবি

কিন্তু থেমে নেই ভারতীয় পোশাক আগ্রাসন। দুই তৃতীয়াংশ বাজার এখনো ভারতীয় পোশাকের হাতে। কিছু নিম্নরুচির মানুষ দেশীয় পোশাককে বাদ দিয়ে দেদারচ্চে কিনছে ভারতীয় পোশাক। শুধুমাত্র রঙ্গচংগা ডিজাইনে আকর্ষিত হয়ে তারা এসব পোশাক কিনছে। অথচ এসব পোশাকের মান দেশীয় পোশাকের তুলনায় অনেক নিচে। তারপরেও কেন একশ্রেণীর তথাকথিত শিক্ষিত দাবিদার তরুণ তরুণী ভারতীয় পোশাক কিনছে??

আসুন নিজের ঘর থেকেই দেশপ্রেম শুরু করি। যেহেতু আমাদের পোশাক এখন বিশ্বমানের এবং সবদিক দিয়ে বেটার সেহেতু আমরা আমাদের দেশীয় পোশাক কিনে আমাদের দেশপ্রেমের কিছুটা হলেও বহিঃপ্রকাশ ঘটায়। এছাড়া অন্যান্য যেসব শিল্পে আমরা পিছিয়ে আছি সেসব দিকে নজর দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় যার যার অবস্থান থেকে।


তরুণরাও ভিড় জমিয়েছে এসব দেশীয় পোশাক প্রতিষ্ঠানে


আপনাদের সুবিধার্থে দেশীয় কিছু পোশাক এবং জুতার ব্রান্ডের নাম ও কিছু পণ্যের দ্রদাম নিচে দিলামঃ

দেশীয় পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো দেশীয় আবহাওয়া চিন্তা করে শিশু, তরুণ, তরুণী সবার পোশাকেই কাপড়ের ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছে সুতি, অ্যান্ডি ও পাতলা খাদি কাপড় দিকে। এরপরেই রয়েছে সিল্ক, ভয়েল, কটন, হাফ সিল্ক, মসলিন, ডুপিয়ান। টাঙ্গাইল, নরসিংদী ও সিরাজগঞ্জের তাঁত, কুমিল্লার খাদি, মানিকগঞ্জের অ্যান্ডি কটন ও রাজশাহী সিল্কের ব্যবহারও করেছে ফ্যাশন হাউসগুলো। এর সঙ্গে আছে সফট সিল্ক, কাতান কাপড়। ওড়নায়ও ব্যবহার করা হয়েছে নিজস্ব তাঁতে বোনা কাপড়। কাপড়ের মধ্যেমিল থাকলেও নকশা ও কাজে ভিন্নতা আনার চেষ্টা করেছে দেশিয় বুটিক হাউসগুলো।

"দেশীদশ"

সাদাকালো: পোশাকে সাদা আর কালোর মিশেলে হাল ফ্যাশনের পোশাক তৈরিতে নতুনত্ব নিয়ে এসেছে সাদাকালো। প্রতিষ্ঠানটি এবারের ঈদেও ফ্যাশন সচেতনদের জন্য নিয়ে এসেছে বাহারি পোশাক। শিশু, তরুণ, তরুণী থেকে সব বয়সের জন্যই তাদের আয়োজন। এখানে ছোটদের পাঞ্জাবি পাওয়া যাবে ৩৫০ টাকা থেকে ৭০০ টাকায়, ফতুয়াও পাবেন প্রায় একই দামে, কুর্তার দাম পড়বে ৫২০ থেকে ২৬শ ২০ টাকা। পাঞ্জাবি দাম রাখা হচ্ছে ৫৮০ টাকা থেকে ৯ হাজার টাকা। মেয়েদের থ্রি পিসের দাম ১২শ টাকা থেকে সাড়ে ৪ হাজার টাকা। আর সাদাকালোর শাড়ির দাম এক হাজার থেকে ১৫ হাজার টাকা।

নগরদোলা: বাহারি পোশাকের সঙ্গে নগরদোলায় পাবেন গৃহস্থলিও। এখানে ছেলেদের পাঞ্জাবি পাওয়া যাবে ৬৯০ টাকা থেকে সাড়ে তিন হাজারে, শাড়ী দেড় হাজার থেকে ৬ হাজার টাকা, ফতুয়া মিলবে ৫৩০ থেকে ৭২০ টাকাতে। মেয়েদের থ্রি পিসের দাম এক হ্জাার থেকে ২ হাজার ৩০০ টাকা। আর কাপড় পড়বে ৭৫০ টাকা থেকে ৬ হাজার টাকা পর্যন্ত।

বাংলার মেলা: বাংলার মেলায় আপনি পাঞ্জাবি পাবেন ৫৫০ টাকা থেকে এক হাজার টাকায়, শাড়ি কিনতে লাগবে ৫০০ টাকা থেকে ৮ হাজার টাকা, আর থ্রি পিসের দাম রাখা হয়েছে ১৫শ থেকে সাড়ে তিন হাজার টাকা। এখানে ছেলেদের শার্টস বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৯৫০ টাকায়।

ক্রে ক্রাফট: দেড় হাজার টাকা থেকে সাড়ে ৬ হাজার টাকা লাগবে আপনি যদি এখান থেকে থ্রি পিস কিনতে চান। আর পাঞ্জাবির দাম ৭০০ থেকে দেড় হাজার টাকা। বাহারি রং ও চোখ ধাঁধানো কাজের শাড়ি পাওয়া যাবে ৭০০ টাকা থেকে ১১ হাজার টাকা। সুতি শার্টের দাম ৫০০ থেকে এক হাজার টাকা।


দেশীয় একটি জুতার দোকান

নিপুন: ফ্যাশন সচেতনদের জন্য নিপুনের আয়োজন বরাবরের চেয়ে এবারর ঈদে আর নতুনত্ব নিয়ে আসা হয়েছে বলে জানান এর ব্যবস্থাপক রফিকুল মিয়া। নিপুনের থ্রি পিসের দাম ১২শ থেকে ৪ হাজার, পাঞ্জাবি ১৩শ থেকে ২৫শ টাকা। আর শাড়ির দাম পড়বে ৯০০ টাকা থেকে সাড়ে ৭ হাজার টাকা। এছাড়া নিপুনে শার্ট ও ছোটদের পোশাকও মিলবে।

বিবিয়ানা: বিবিয়ানা মূলত নারীদের ফ্যাশন হাউস। এখানে নারীদের প্রায় সব ধরনের পোশাক পাওয়া যাবে। এখানে মেয়েদের স্যান্ডেল থেকে শাড়ি পর্যন্ত পাওয়া যাবে। শাড়ির দাম ৭০০ থেকে ৬ হাজার টাকা, পাঞ্জবি ৫০০ থেকে ১৭শ। সালোয়ার কামিজের দাম পড়বে এক হাজার থেকে ২৬শ টাকা। মেয়েদের ফতুয়ার দাম ৪০০ টাকা থেকে ১২শ টাকা।

অঞ্জনস: ছোটদের পাঞ্জবির দাম হবে ৬০০ টাকা থেকে ১৭শ টাকা। ৯ হাজার টাকায় বিয়ের সেরওয়ানি পাবেন। আর সাধারণ পাঞ্জাবি পাওয়া যাবে ৯৫০ থেকে ৫ হাজার ৬৯০ টাকাতে। কটনের থ্রি পিসের দাম দেড় হাজার থেকে ৮ হাজার ৯০০ টাকাতে। শাড়ীর দাম পড়বে ৭৫০ টাকা থেকে ৩০ হাজার টাকা।

দেশাল: দেশালে বাচ্চাদের ফতুয়া পাওয়া যাবে দেড়শ টাকা থেকে ২৫০ টাকাতে। শর্ট পাঞ্জাবির দাম ৪৩০ থেকে ৫৭০ টাকা, মেয়েদের শুধু ওড়না ২০০ টাকা থেকে ৩৩০ টাকা। টপস পাওয়া যাবে ৪২০ থেকে ৮৬০ টাকাতে। থ্রি পিসের দাম ৮০০ টাকা থেকে আড়াই হাজার টাকা।

রঙ: বিভিন্ন কাজ কার রঙের পাঞ্জাবির দাম ৮৫০ টাকা থেকে ৫ হাজার টাকা, মেয়েদের থ্রি পিসের দাম ১২শ থেকে আড়াই হাজার টাকা। শার্ট কিনতে লাগবে ৫৯০ থেকে ২২শ টাকা। আর যারা শাড়ি পাবেন ৫০০ টাকা থেকে ২০ হাজার টাকার মধ্যে।

প্রবর্তনা: প্রবর্তনার পাঞ্জাবির দাম ৮০০ টাকা থেকে ২২শ টাকা। আর ছোটদের পাঞ্জাবি পাবেন ৩৪০ টাকা থেকে এক হাজার টাকাতে। মেয়েদের সালোয়ারের দাম ১৪শ টাকা থেকে ২২শ টাকা। তবে গজ কাপড় কিনতে লাগবে ১৯০ টাকা গজ থেকে ২৭৫ টাকা গজ। শাড়ি কিনতে খরচ পরবে ৪৪০ টাকা থেকে ১৬ হাজার টাকা।

এছাড়া দেশীয় অন্যান্য ব্রান্ডের মধ্য রয়েছে আড়ং, শৈল্পিক, নবরুপা, ড্রেসিডেল আর জুতার জন্য বিখ্যাত এপেক্সতো রয়েছেই।

সুতারাং কোনদিকেই আমরা পিছিয়ে নেই। দেশকে ভালবাসুন, দেশের প্রোডাক্ট কিনুন। ফেলানীদের হত্যার লক্ষ্যে চাঁদা তোলা হচ্ছে, আমরা যারা চাঁদা দিবো...!!! লেখাটি পড়ে আরো ভাবুন কেন ইন্ডিয়ান পোশাক বর্জন আমাদের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।

সবুজে শ্যামলে আঁকা থোকা থোকা জুঁই...
নাও-নদী-ঢেউ-জল দেব না কিছুই...
উজাড় দু'হাত জুড়ে শোধ নেব ঋণ...
দেব না সীমানা ছেড়ে ইঞ্চি জমিন..





বিশেষ কৃতজ্ঞতাঃ সাইদ আরমান, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
৫০টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বন্ডাইর মত হত্যাকাণ্ড বন্ধে নেতানিয়াহুদের থামানো জরুরি...

লিখেছেন নতুন নকিব, ১৬ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:২৫

বন্ডাইর মত হত্যাকাণ্ড বন্ধে নেতানিয়াহুদের থামানো জরুরি...

বন্ডাই সৈকতের হামলাস্থল। ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকত এলাকায় ইহুদিদের একটি ধর্মীয় অনুষ্ঠানে সমবেত মানুষের ওপর দুই অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিতে গুলি চালিয়েছে। এতে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ সর্বত্র বিরাজমাণ নন বলা কুফুরী

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৬ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:১৪



সূরাঃ ২ বাকারা, ২৫৫ নং আয়াতের অনুবাদ-
২৫৫। আল্লাহ, তিনি ব্যতীত কোন ইলাহ নেই।তিনি চিরঞ্জীব চির বিদ্যমাণ।তাঁকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না।আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই... ...বাকিটুকু পড়ুন

বিজয়ের আগে রাজাকারের গুলিতে নিহত আফজাল

লিখেছেন প্রামানিক, ১৬ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:১৩


ঘটনা স্থল গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার উড়িয়া ইউনিয়নের গুণভরি ওয়াপদা বাঁধ।

১৯৭১সালের ১৬ই ডিসেম্বরের কয়েক দিন আগের ঘটনা। আফজাল নামের ভদ্রলোক এসেছিলেন শ্বশুর বাড়ি বেড়াতে। আমাদের পাশের গ্রামেই তার... ...বাকিটুকু পড়ুন

৫৫ বছর আগে কি ঘটেছে, উহা কি ইডিয়টদের মনে থাকে?

লিখেছেন জেন একাত্তর, ১৬ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৮




ব্লগের অনেক প্রশ্নফাঁস ( Gen-F ) ১ দিন আগে পড়া নিউটনের ২য় সুত্রের প্রমাণ মনে করতে পারে না বলেই ফাঁসকরা প্রশ্নপত্র কিনে, বইয়ের পাতা কেটে পরীক্ষার হলে নিয়ে... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ সালে পাক ভারত যুদ্ধে ভারত বিজয়ী!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:০৯


দীর্ঘ ২৫ বছরের নানা লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনা সহ্য করে যখন পাকিস্তানের বিরুদ্ধে বীর বাঙালী অস্ত্র হাতে তুলে নিয়ে বীরবিক্রমে যুদ্ধ করে দেশ প্রায় স্বাধীন করে ফেলবে এমন সময় বাংলাদেশী ভারতীয়... ...বাকিটুকু পড়ুন

×