দৃশ্যত চোখের ভুল
অসময়ের ভাবনাকে দায় দেয়,
কেনো পারলামনা সুদীপ্ত অন্তরে বন্ধুতা করতে
সম্ভব হলে ভীষনভাবে তাই করতাম।
অনুরোধে জোড়া লাগে চূর্ণ অনুভবগুলো
চিরকাল অজানা থাকেকি সুখের কারনগুলো ?
ফ্যাকাশে বলয়ে চারদিক বিরামচিন্হে ঘেরা।
মুক্তবিহঙ্গের পায়ে শেকল - মনে কষ্টের ঘাঁ।
নদীতীরে কাদা আর শুকনোমাটির মাঝখানে বসি
কাশফুলে হাত আর ঘোলাজলে পা রাখি।
নির্ভুল অভিজ্ঞতা তিক্ত স্বপ্নতে বিধিবাম
দুঃসহ নিয়তি আমার- প্রতারিত অবিরাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




