১)
আমি হয়তো তেমন না - যেমন তুমি ভাবো আমাকে।
মিল অমিলের দোলাচলে - বহমান দুটো জীবন আমাদের।
একদিন ভাববার সময় পেয়ে - যখন তোমার জ্ঞান ফিরবে,
তখন হয়তো আমাদের পথগুলি বিপরীতমুখী হবে।
তুমি চাইলেও আমি থাকবো সীমাহীন দুরে।
২)
ক্ষনিক মোহের একটি ভুল সিদ্ধান্ত,
গোছানো জীবনটাকে ধুলিস্যাৎ করে দিতে পারে।
ভালো করেই জানি তোমার প্রতি আমার বিন্দুমাত্র মোহ নেই,
যা আছে সবটুকুইযে নিখাদ ভালোবাসা।
৩)
যতোই লুকোচুরি করোনা কেনো তোমার ব্যাথাগুলোকে নিয়ে,
আমি কিন্তু ঠিকই বুঝে যাই সব।
অদৃশ্য এক সেতুতে মিশে আছি তোমার সাথে,
বহুকালের পথ পেরিয়ে গভীর একাত্বতায় স্বর্ণমিতালী।
তাই - আমার কন্ঠ শীতল,
ভালোবাসায় দগ্ধ অন্তর।
৪)
যে ঘরে হাজারটা বছর কোনো আলো জ্বলেনি,
সেখানে একদিন ক্ষুদ্র অথচ তীখ্ন আলোর
একটা পিদিম জ্বলজ্বল করলে বিস্ময়ের কিছু নেই,
কারন মনটাযে প্রেমে পড়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




