১)
কোনো এক গোধূলিলগ্নে তোমাকে দেখেছিলাম,
তারপর তোমায় খুঁজে পাই সবখানে।
আমি নিজেও জানিনা- কিছু না পেয়েও সব পেয়েছি,
এর কোনো নাম নেই আছে শুধু অন্তহীন অনুভব।
২)
বুকের মাঝে ভালোবাসার - যে অতল মহাসাগর লুকিয়ে রেখেছি সন্তর্পণে,
তার বিন্দুপরিমান জলের আলোকছটা তোমার কাছে পৌছাতে পারিনি।
তাই বলে আমার প্রেরনার একটুও কমতি হতে দেইনি কখনো,
একটু অভিমান আর অনেকখানি উদ্যমে আমার ভালোলাগা নিয়ে,
আমি তোমার পিছু নেবো ঐ কোমল হৃদয়টা ছুঁয়ে দেখার জন্য,
জানিনা পারবো কিনা-কিন্তু ক্ষতিতো আর নেই।
৩)
সাদামাটা জীবনকে ঘিরে,
সাদাকালো সবকিছু আমার...
বেপরোয়া প্রতীক্ষা নিয়ে,
আখিঁতে তোমায় জুড়ে স্বপ্ন হাজার।
৪)
রবিকে ছেড়ে চাঁদ তোমার কাছে আলো চাইলো,
তুমি অকৃপন হাতে ঢেলে দিলে সবটুকু।
সেই চাঁদটা উজ্জ্বল পূর্ণিমা হয়ে আমার ঘরে,
যেনো আশ্চর্য্য এক রহস্যের অবগুন্ঠন অদৃশ্যপ্রায়।
এখন আমি আর তোমায় ভাবিনা,
কারন তুমি মিশে গেছো অস্তিত্বে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




