(১)
পাহাড়ের উপর থেকে যখন গিরিখাঁদে চোঁখবুলাই,
অস্হিরতায় পুরনো স্মৃতিতে আটকে - সজোড়ে ধাক্কা খাই,
ভাবি-এই হৃদয়ে এরচেয়েও বড় গর্ত ছিলো।
সেখানে, সবুজে ঠাঁসা মসৃণ সমতল সেদিনথেকে-
যেদিনথেকে- তোমার চোঁখের নীলজলের আবেগে স্বেচ্ছায় ডুবে মরেছি।
(২)
আমার বাহুতে যখন তুমি তৃপ্তির ঘুমের স্বর্গরাজ্যে পাড়ি জমাও,
পরক্ষণেই আমি তোমার চোঁখের কোলে আমায় নিয়ে স্বপ্নের দুরন্তপনা দেখি।
ঘুম শেষে যখন তুমি প্রশান্তির হাসিতে মাতিয়ে দাও আমার ভাবনার অলিগলি।
তখন আমি তোমার চিবুক ছুঁয়ে বলি - ভালবাসি ভালবাসি।
(৩)
শূণ্যদৃষ্টিতে দুপুররোদে দূরের আকাশ দেখি,
মেঘ এসে সেই দূরত্বের শত্রু হলো।
নিরবতার চাদর গায়ে রাতদুপুরে অজানা তারার নাম রাখি,
খানিকপরেই তোমায় পেয়ে হৃদয়াকাশ চন্দ্রপ্রভায় সিক্ত হলো।
(৪)
হাতের কাছে দূরের যারা,
নীল পাথরে পিষে তারা।
অসীম দূরত্বে তীব্র জ্যোতি নিয়ে প্রহরব্যায়ী তুমি,
তোমায় ছুঁয়ে দেখবো বলে-
সূর্যের প্রতিবিম্বটা অস্তিত্তের কালিতে স্বত্তায় মিশিয়ে নেই।
১৪ই সেপ্টেম্বর ২০১০
উজ্জ্বল-দুপুরে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




