(১)
স্বপ্নহীন ক্লান্ত জীবন - মরুভূমির চিকচিকে বালিকনা,
আবেগহীন স্তব্ধ সময় - ঢেউয়ের তোরে বিস্মৃত জলের ফেনা,
ব্যাথাতুর বিমর্ষ অনুভব - পাথরে পাথরে বিমূর্ত ঘর্ষণ,
আমি ছিলাম এ.. সবকিছুরই নিদর্শন।
কিন্তু আজ জগতের সুখী মানুষদের কাতারে আমি,
আর সেই ক্ষুদ্রাকার সারির দূর্গম কান্ডারী।
(২)
আকাশ বিনাশী গর্জনে - রুদ্রমূর্তি নিয়ে আমার সামনে এলো,
আমি একমুঠো বিশুদ্ধ ভালোবাসা নিয়ে স্বগর্বে এগিয়ে গেলাম।
আকাশ দীর্ঘশ্বাস ছেড়ে হেরে গিয়ে বৃষ্টিরুপে কেঁদে দিলো,
আমি প্রণয়াসক্ত হয়ে শুধুই চেয়েচেয়ে দেখলাম।
(৩)
দু'পলকের পৃথিবীতে আশার পিঠে ভর করে-
অপেক্ষার অনন্ত প্রহর কাটিয়ে দেয় অজানা মানবেরা,
আমি ভুল করেও সেই ঘোরময় ঘূর্নায়মান পথে হাটিনা।
আশাকে ভুলে প্রত্যাশাতে মিতালী করি,
আর অপেক্ষার মায়াজালে পা না ফেলে-
প্রতীক্ষার লক্ষ্যভেদী হই।
কারন, আমি সুনিশ্চিত - তুমি আসবেই,
আমাকে দ্বিধাহীন আকন্ঠ ভালবাসবেই।
(৪)
সত্য যতোই তেতো হোকনা কেনো,
তা মিথ্যার মিষ্টতার চেয়ে অনন্ত সুন্দর।
সত্যের তরী যতই ক্ষুদ্র হোকনা কেনো,
মিথ্যার ঘূর্ণীঝড়কে পাশ কাটিয়ে-
একদিন খুঁজে নেবেই তাঁর নির্দিষ্ট বন্দর।
সত্য নির্মল - সত্য পবিত্র মিষ্টি হাসি,
শোনো মেয়ে, সত্যের দোহাই দিয়ে বলি - আমি তোমায় ভালোবাসি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




