রাত ১১ টা সুমনের মোবাইলে ২টা মিস কল আসল পরদিন সুমন সেই নাম্বারে কল করল, হ্যালো বলতেই একটি মেয়ের কন্ঠ , সুমন বল্ল কে আপনি আমার নাম্বারে মিস কল দিলেন কেন? মেয়েটি তার পরিচয় দিল সুলতানা কলেজে পড়ে এভাবেই শুরু হলো তাদের মধ্যে কথা বলা
মাঝে কিছুদিন কথা হয়নি । একদিন সুমন ফোন করল ফোন রিসিভ করল অন্য একটি মেয়ে ওর সাথে আলাপ করে সুমন জানতে পারল ঐ মেয়েটির বিয়ে হয়েগেছে প্রায় ১৫ দিন আগে। এই মেয়েটির নাম তানিয়া আর তার বোনের নাম সুলতানা (ছদ্ব নাম) । মাঝে মধ্যে তানিয়ার সাথে কথা হয় সুমনের আর সুলতানা বেড়াতে আসলে তার সাথে ও কথা বলত সুমন কে ভাই বলে ডাকত সুমন ও বোনের মত দেখতএর মধ্যে তানিয়া সুমনের প্রেমে পড়েযায় সাথে সুমন ও তানিয়ার প্রেমে পড়ে যায় । এভাবেই কথা চলতে থাকে তানিয়া ও সুলতানার সাথে সুমনের । একদিন সুলতানা খুব অসুস্থ সুমস সবসময় ফোনে খোজ নিত ওদের একদিন সুমন বলল অনেকদিন ধরে কথা হচ্ছে কিন্তু দেখা হয়নি তাই দেখা করবে সুলতানা বলল ও ডাক্তার দেখাতে আসবে সুমন ইচ্ছে করলে সেখানে দেখা করতে পারে সুমন ও রাজী হয়ে গেল পরে ও ফোন দিয়ে বলে ওর ডাঃ দেখানো বাতিল হয়েছে ওদের বাড়ীতে হঠাৎ করে মেহমান আসছেন সুমন ততক্ষনে গন্তব্যস্থানে গিয়েছিল এই কথা শুনে সুলতানা দেখা করতে পারেনি বলে অনেক কান্না কাঠি করছিল । সুমন তাকে শান্তনা দিতে গিয়ে বল্ল কান্না কাঠির কি আছে আমি কাল তোমাদের বাড়িতে এসে তোমাকে দেখে যাব । সুমনের উদ্দেশ্য ছিল সেই সাথে তানিয়ার সাথে দেখ করা যার সাথে ওর মোবাইল প্রেম হয়েছিল......
চলবে .......................
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




