তোমার ঐ কাজল চোখ আমাকে খুব টানে
কেন টানে জানি না
ঘোর লাগা, ঝিম মারা, ঘিনঘিন করা অনভূতি।
ক্ষণে ক্ষণে বদলায় অনুভূতির রেশ
রেখে যায় কিছুটা সস্তা আবেশ।
তোমার চিকুরজাল আমাকে কেমন একটা বাঁধতে চায়
কৃষ্ণপক্ষের অতল অন্ধকারের ন্যায়।
কি যেন একটা অসামঞ্জস্যতা, তার পরেও কতটা পরিপাটি
হাজারবার বিকোলেও শেষ হবার নয়।
ওষ্ঠ যুগলের বিষময় কামনার বাণে আহত হাজার পথিক
কত পবিত্র অথচ কতগুলো পাপের নির্মোহ সাক্ষী সে।
তোমার দেহের গন্ধটা খুব চেনা,
তেমনি দেহের নিঁখুত বাঁকগুলোও।
ছুঁয়ে দেবার নির্বাক আকুতি
কিন্তু সহসাই আবার থেমে যাই;
কেননা ওতে লুকিয়ে আছে কত শত নির্মল, কোমল, উৎকট শীৎকার
কত বহুল ব্যবহৃত চুম্বন;
কত দিক্বিদিক উদ্দাম দাপাদাপি
কত পেষল করযুগলের উত্তাপ...
তারপরেও বারবার আমি তোমাতেই হারাই
কেননা তোমার আঁখি যুগল আজো নিষ্পাপ,
বড়ো নিষ্পাপ তব লোচন
আমার মহাজাগতিক ভ্রম।

সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


