
যা জানার ছিল হয়তো তা জেনেছি,
আর কিছু আছে কি বাকি?
আর তুমিই জ্ঞানের সেই সত্ত্বা, যা ছিল(জ্ঞান) অজ্ঞাতসারে
উন্মচিত করলে বিচ্ছেদের সম্মোহন থেকে
হে খোদা।
অমরত্ব আনয়ন কারী প্রেমসুধা
যে করেছে পান হয়েছে অমর
যখন জীবনের পাথেয় আর ইঙ্গিত নির্ণীত হয়
সবকিছু হয় অর্থহীন।
আর তুমিই জ্ঞানের সেই সত্ত্বা, যা ছিল(জ্ঞান) অজ্ঞাতসারে
জুড়িয়ে দাও এই ভগ্ন হৃদয়
হে খোদা।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


