আমি একটা ক্যামেরা কিনতে চাই.. না কোন প্রফেশনাল কাজের জন্য না .. আমাকে প্রায় নিজের প্রয়োজনে দেশ এবং দেশের বাইরে যেতে হয়।তো একটা ক্যামেরা থাকলে অনেক জোস জোস জায়গার ছবি তুলতে পারতাম।
আমার এখন SONY Cyber Shot DSC-S500

এইটা আছে কিন্তু মজা পাই না ।
তো একটা DSLR হেব্বি অপশন সহ একটা কিনবার মন চাইছে।
জিনিস ভাল হলে বাজেট এ আটকাবে না। আর ভবিষ্যত এ কয়েকটা পারিবারিক অনুষ্টানে রয়েছে.. তাই একেবারে ভাল একটা কিনতে চা্ই।
পরামর্শ দিয়ে সাহায্য করুন
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১১ রাত ৮:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




