ভেস্তে যাওয়া চোখের পলকে ঝাপসা দেখার আবশ্যকতাই সঠিক,
সেখানে সাদাকালো বা রঙিন সবই অনির্দিষ্ট
ঠিক যেন ক্যামেরার স্ক্র্যাচ পড়া লেন্সের মতো।
আমাদের ছুটোছুটির গ্রাফ আকাঁতে বললে
তুমি আমি সমান সমান হবো হয়তো বা ,
তবে আমাকে তোমার প্রয়োজন হবে
গ্রাফের x এবং y এক্সিস ঠিক করতে।
তোমার শরীরের ঘ্রান বোতল বন্দি করেছিলাম বহুকাল আগে
আজ অন্যরকম কিছু ঘ্রান আসছে একই বোতল থেকে।
একটা দরজা ছিল, আমি করা নাড়তাম সবসময়
দরজায় আল্পনা ছিল,কারুকাজ ছিল,
আমি হেলান দিয়ে দাঁড়িয়ে নিশ্চিত হয়েছিলাম, আমি সুখে আছি
সেই দরজা থেকে কিছু শব্দ আসছে ,
ঘুন পোকার নয় ,আমার অস্তিত্ব অবক্ষয়ের ভায়োলিনের সুর।
আমরা কাছে আছি, পাশাপাশি নেই।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮