শুনলাম ১৫ অগাস্টের আওয়ামীলীগীও সরকারি ছুটি বাতিল হয়ে গেছে।
গতবছরও খুব বিরক্তবোধ থেকে বলেছিলাম শোক পালন করার বিকৃত সংস্কৃতি কবে যে বন্ধ হবে আমাদের দেশে আল্লাহই ভালো জানেন। রাত ১২টার পর থেকেই শুরু হতো বিকট শব্দে মাইকে গান বাজানো, একই গান বার বার বাজানো এবং তা শুনা কতটা বিরক্তিকর তা কাউকে নতুন করে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন নেই।
দেশের বিভিন্ন দিবসগুলোতেও একই গান বাজতো, অথচ দেশাত্মবোধক কত শ্রুতিমধুর গান এই বাংলায় সৃষ্টি হয়েছে সেগুলো যেন কোনো আস্তাকুড়ে নিক্ষেপ করা হয়েছে । দেশের গানগুলো মাইকে বাজলে একপ্রকার অন্যরকম দেশপ্রেম জাগ্রত হয় মনে। এবার আশা করছি সেই গানগুলোই বিভিন্ন জাতীয় দিবসে বাজবে। (Not in 15th August)
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৫১