লজ্জাবতী গাছ দেখেছেন তো ?
হুমম , মোটামুটি আমরা সবাই দেখেছি। গাছটি আলতো ছোয়া পেলেই লজ্জায় তার সব পাতাগুলো ভেজিয়ে নিয়ে নুইয়ে পরে। তাই আমরা লজ্জাবতী গাছ বলেই চিনি সবাই। এই লজ্জাবতী গাছের প্রধান বৈশিষ্ট হলো কোনো কিছুর ছোয়া পেলেই সে লজ্জা পাবে কোন ভনিতা করবে না বা দেখবেও না কে তাকে ছুঁয়ে দিলো।
লজ্জাবতী গাছের কথা বললাম কারণ গাছটি আমার ছোট্ট লেখার সাথে অনেক প্রাসঙ্গিক। যার লজ্জা আছে সে যেকোনো খারাপ কাজের জন্য অবশ্যই লজ্জা পাবে এবং লজ্জাশীল ব্যক্তি অনেক মার্জিত হয় এটাই স্বাভাবিক। কোথায় লজ্জা পেতে হবে আর কোথায় লজ্জা পাওয়ার দরকার নেই তা জানাটা জরুরি। আপনি সজ্ঞানে কাপড় খুলে সবার সামনে হাঁটবেন আর বলবেন আমি লজ্জা পাচ্ছি অনেক এটা ঠিক নয় বরং সবাই আপনাকেই নির্লজ্য বলবে উল্টো।
পোস্টে যেই ছবিটা শেয়ার করেছি সেই ছবিটা নিয়ে একবার ভাবুন তো, দেশের কথিত একজন ধনকুবের শিল্পপতি কয়েক দিন আগেই দেশের বাহিরের অথিতিদের নিয়ে কত পরিকল্পনা করলেন বিনিয়োগ করার। মোটামুটি তিনি পরিচিত মুখ অন্যান্য দেশের ইনভেস্টরদের কাছে। এখন দেখা গেলো এই লোকটি দেশের প্রথম সারির দুর্নীতিবাজ এবং খুব শোচনীয় ভাবে পালিয়ে যাওয়ার সময় আটক হয়েছেন যাকে বলে আকাশ থেকে মাটিতে পড়া। এখন বলুন ঐ যে অন্যদেশের লোকজন যখন এই ব্যক্তির নিউজ আন্তর্জাতিক ভাবে দেখলো তখন জাতি হিসেবে আপনার কতটুকু লজ্জা পাওয়া উচিত যে আপনি এতদিন ধরে এদের মত জানোয়ারদের সম্মতি দিয়ে গেছেন, তখন আপনার লজ্জা লাগে নি? আর গণভবনে বিজয় ঊল্লাসের একদিনের ভিডিও দেখে আন্তর্জাতিক মহল কি ভাবছে তা নিয়ে আপনার লজ্জায় মাথা কেতে যাচ্ছে ? আপনার তো মাথায় নেই। মনে আছে শ্রিলংকার কথা? সেদিন কি তাদের অসভ্য বলেছিলেন নাকি বলেছিলেন কবে আমদের দেশে এমন হবে? বেশি সুশীল সাজবেন না দয়া করে। গনভবনের ৫ আগষ্টের ঘটনা অন্য দেশ ও জাতির জন্য স্বৈরাচার হটানোর নিদর্শন হয়ে থাকবে
লজ্জা পান তাতে মানা নেই তবে যেখানে লজ্জা পাওয়া উচিত সেখানে পান কারণ আপনি লজ্জাবতী গাছ নয় হয় আপনি লজ্জার কথা দিয়ে আপনার দালালিকে বৈধতা দিতে চাচ্ছেন অথবা আপনার মনুষ্যত্ব বলতে কিছুই অবশিষ্ট নেই। আপনি যদি বলেন, এমন স্বাধীনতা আমরা চেয়েছিলাম? তবে আমি আপনাকে ঘাড় ধরে বলবো আপনি কোন স্বাধীনতাই চান নি, আপনি কুয়োর ব্যাঙ ছিলেন, আপনার এখন লজ্জা পাওয়ার কোন দরকার নেই। আপনারা স্বৈরাচারের দোসর, আপনাদের মুখে স্বাধীনতা পাওয়া বা লজ্জা পাওয়ার কথাটা ওই সজ্ঞানে কাপড় খুলে হেটে হেটে লজ্জা পাওয়ার মতো।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০২৪ রাত ১০:০৩