জীবন সঞ্চালনার বৃত্তে
কত রঙের আবরণ এলো,
কেউ সযত্নে নরম তুলির রঙে
রাঙালো মন,
কেউ দূর থেকে ছুড়ে দিলো মুখ খোলা
রঙের কৌটো।
একটার পর একটা রঙের প্রলেপে,
জীবনের বন্ধুত্ব হলো
ধীরগতির কচ্ছপের সাথে,
কচ্ছপ ধূসর আর জীবন
সাদার ওপর অস্থায়ী রংবাহার।
জীবনের বন্ধুত্ব হলো
অচেনা সৈকতের সাথে,
হাজার হাজার লাল কাঁকড়ার বসবাস।
গুটি গুটি পায়ে তারা জীবনকে গল্প শোনায়
বাল্য কৈশোর যৌবনের,
এক সময় ভেসে যায় প্রবল স্রোতের ধাক্কায়
মাঝ সমুদ্রে।
জীবনের বন্ধুত্ব হলো খোলা বাতাসের সাথে
উদোম শরীরে তাদের স্পর্শ
খিলখিলিয়ে বলে দিয়ে গেলো
অল্প ওজনে কতটা ভার,
জীবনাস্তের শেষ বেলায় পৌঁছানো
সত্যের ধ্রুবক মান অপরিবর্তিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


