সোজা পথ ধরে ধীরে ধীরে সামনে যাই,
ডানে বামে কত রসদ,
অথচ আমার বিন্দু মাত্র ইচ্ছে হয়না
চেয়ে বা ছুঁয়ে দেখতে সেসব ভষ্মের অবশিষ্ট।
যেদিন নিঃশ্বেস হয়ে গেলাম,
এক কোমল ছোয়া এসে শক্ত করে আঁকড়ে ধরলো,
বাঁচিয়ে তুললো,
ঠিক যেভাবে বীজ থেকে চারা,
চারা থেকে পরিপূর্ণ গাছে রূপান্তর হয়।
লিখে চলি দোয়াত কালি বিহীন কলমে,
যেখানে তোমার স্মরণে ঝরতে থাকে সব বাক্য,
সাজিয়ে তুলি তোমাকে রং বেরঙের শব্দের গাঁথুনিতে।
সাজানো পংক্তিগুলো হয়ে উঠে বেনামি চিঠি,
খোলা খামে সে চিঠি নিতে অপারগতা প্রকাশ করে
কবুতর উড়ে যায় নীল আকাশে,
তুমি ঠিকই পড়ে নাও সে চিঠিগুলো,
আর আকাশে চেয়ে দেখো কবুতরগুলো উড়ছে।
শান্তির প্রতীক এসে কখনো বলে না
তোমার চোখ নিঃসৃত আবেগ এবং ভালোবাসার কথা।
শুধু বলে নীল আকাশ কতটা বড়
ঠিক যত বড় তোমার বিস্তৃত মন।
যে মনের বন্ধনে আমি আবদ্ধ,
চাইলেই হারিয়ে যেতে পারি অসীমে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


