
সেদিন মেঘলা আকাশ,বৃষ্টি নামবে নামবে ভাব,
তুমি দাঁড়িয়ে ছিলে অপেক্ষায় প্রিয়তমা
আমি এসেছিলাম কচুপাতা রঙের পাঞ্জাবিতে।
কল্পনায় ধারণ করা 'তুমি' কে প্রথম দেখার সে মুহূর্ত,
আজও স্তব্ধ করে দেয় এই 'আমি' কে,
প্রতিবার প্রেমে পড়ার যে কারণ,
তা খুঁজে পাই সে প্রথম দেখার মুহূর্তের কথা মনে পড়লে।
মুখোমুখি বসা দুজন,
গরম ধোয়া ওঠা কফির মগের সাথে কথা বলা,
ওরাও যেন অপেক্ষায় ছিল চোখে চোখ পড়ার মুহূর্তের জন্য।
থেমে থাকা বৃষ্টি আর দেরি করতে পারেনি,
প্রথমবার তোমার হাত ধরার সুযোগ করে দিয়েছিলো,
সুযোগ করে দিয়েছিলো কাঁপুনি ওঠা বুকের কাছাকাছি
তোমাকে আগলে রাখতে,
বৃষ্টি সেদিন চেয়েছিলো দুজনের আলিঙ্গন, চুম্বন
তাই ঝরেছিল মুষলধারে,
ঢেকে রেখেছিলো দুজনকে তার অবারিত ধারায়,
হাজার জনস্রোতের আড়ালে,
এখনো বৃষ্টি নামলে আমি নতুন করে তোমার প্রেমে পড়ি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


