
নবনী,
তুমি কোথায়?
তোমাকে খুঁজি সারাবেলা আকাশ পাতাল,
আমি মাতাল তোমার বিহনে।
কবিতায় লেখা কাঠগোলাপের পাপড়ি শুকিয়ে যাচ্ছে,
চুপি চুপি এসে কেন আর ভেজাও না শিকড়ের শেষ প্রান্ত অবধি?
শিখরের মধুপ বার বার হতাশ হয়ে ফিরে যাচ্ছে,
আকাশ কালচে তোমার বিহনে।
মন আর শ্রবণ ইন্দ্রিয় একাত্মতায় মশগুল হয়ে
আমাকে শোনাচ্ছে সেই পুরোনো গানগুলো,
মনে হচ্ছে এই অল্প সময়ে,
প্রজন্ম থেকে প্রজন্ম পরিবর্তন হয়ে গেলো পুরোনো থেকে নতুনে,
আর আমার অপেক্ষার প্রহর সবে মাত্র শুরুতে।
আমি তোমাকে ভালোবাসবো কাঁচা পাকা চুলে,
ভুলে যাবো শরীরের শেষ বয়সী কোষগুলোর অকার্যকারিতা,
আর কতকাল এভাবে?
ফিরে এসো নবনী ।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০২৫ বিকাল ৪:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


