পাছায় হাজার লাত্থি, গালে কষে চর,
এমনি করে কেটে গেলো ১৭ বছর।
ছাত্র তরুণ, সাধারণ জনতা বুবুরে দিলো খেদায়া,
হঠাৎ করেই গর্ত থেকে উঠলো এরা চেগায়া।
চোখের পানি নাকের পানি করলো একাকার,
ডুকরে ডুকরে বলে '' আমরা ভাবিনি বিদায় হবে স্বৈরাচার''।
কত ঈদ এলো গেলো দিলাম আন্দোলনের ডাক,
বুবুর সাথে কইবো কথা পাইনি কোথাও ফাঁক।
হটাৎ এরা বিগড়ে গেলো, শুকে গেলো চোখের পানি,
দখল করলো টেম্পুস্ট্যান্ড, সকল কোনা কানি।
জনগণও সোচ্চার এখন দেয় এদের ধাওয়া,
তবুও এরা ফন্দি আটে, কেমনে যাবে ফ্রি খাওয়া।
বড় গলায় হুঙ্কার ছারে, বলে সাথে আছে জনগণ,
বৈধ পথে চাঁদা নেবো, তাড়াতাড়ি দাও নির্বাচন।
মাস্টার মাইন্ড নেতা মোদের করলো গণ অভভুথান,
বীরের বেশে দেশে এলে করবে সবই খান খান।
স্বৈরাচারী সঙ্গ পেতে এরা এখন প্রসিদ্ধ,
বলে, আমরা কেন আগ বাড়িয়ে করবো তাদের নিষিদ্ধ।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০২৫ বিকাল ৩:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


