যদি কখনো বলি দেখা হবে না আর এই খেলাঘরে
তুমি ভেঙে পরবে?
বলবে কি বুকে ভারী ভারী অনুভব করছো?
আর কখনো দেখা হবে না প্রিয়,
আসি আসি বলে আর বুকের সাথে বুক মিলবে না,
আর তাকানো হবে না আমার বুকে লেপ্টে থাকা তোমার ডাগর চোখের পানে,
যে চোখের নদীতে আকাশ দেখা যায়,
আমি দিব্যি দেখি,
আকাশ।
তোমার অগোচরে বলছি।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০২৫ বিকাল ৪:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


