
(তোমার জ্বালানো আলোয়,আমি শুধু আধারই রেখে এসেছি)
শাস্তি,
সে দেওয়ার মতো ক্ষমতা বা ইচ্ছে আমার কখনোই ছিল না,
এখনো নেই।
তোমার মেরুদন্ড সম্পর্কে আমার ধারণা কখনোই ভুল ছিল না।
ভ্রান্ত ধারণায় থেকে যে সকল উপমায় তোমাকে আবরিত করেছিলাম,
শুধু সে গুনগুলোকে নীরবে নষ্ট করে চলছি বৈকি।
কখনো নিজের গলার সুর চুরি করে নিক্ষেপ করছি আস্তাকুড়ে,
কখনো বাম পাশের বিরহী আবেগগুলো ডায়রীকে পাশ কাটিয়ে সোজা গিয়ে পড়ছে তাদের চির চেনা সমাধিতে।
আমি হাসছি, মৃদু হাসি।
হন্তারক হতে আমি বেশ পারদর্শী,
আমার সত্ত্বার খুনিকে তোমাকে চিনিয়ে দিতে আমি মরিয়া হয়ে উঠবো,
তুমি শুধু আমার মাথায় হাত বুলিয়ে দিও।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


