
তোমাকে দেখিনা অনেক দিন,
বুকে পাথর চাপা দেওয়ার তুলনা নেহাতই সামান্য হবে,
না দেখার যন্ত্রনার ওপর যদি কোনো প্রকান্ড পাথর উঠিয়ে দেই,
মুহূর্তেই তা চুরমার হয়ে গুঁড়ো বালির সাথে মিশে যাবে,
মনে হবে তারা একই সত্ত্বা।
ভালোবাসার প্রসঙ্গে পরেও আসা যাবে বা আসা হবে কিনা জানিনা,
তবে মনের ওপর এই দীর্ঘ বিচ্ছেদের আভরণগুলো যেভাবে চকচক করছে,
সে অনুপাতে আমরা ব্যাস্তানুপাতিক।
গতানুগতিক জীবনকে হার মানিয়ে তোমার খুব কাছে থেকেও দুটি ঠোঁটের স্পর্শ হয়নি,
সেখানে মায়া ছিলোনা বলে।
যদি দুজনে নদীর দুই পারে দাঁড়াই,
দেখি,একপাশে স্বচ্ছ ভালোবাসার এক মানবী,
আর একপাশে ভ্রান্ত ধারণায় নিমজ্জিত অর্থব মস্তিষ্কের হাজারো লালসায় ডোবা এক পুরুষ।
যদি এই ঘূর্ণায়মান পৃথিবীতে কখনো আবার দেখা হয়ে যায়,
সব কিছু ভুলে একবার লেপ্টে যেও আমার বুকে,
দেখবে কতটা শক্ত করে ধরে রেখেছি তোমাকে।
যদি দেখা না হয়,তবে আমার ভ্রান্ত ধারণার অবসান কেউ ঘটায়নি বলে জেনে নিও।
''ভালোবাসার প্রসঙ্গে পরেও আসা যাবে বা আসা হবে কিনা জানিনা,''
এই কথা বলেছি বলে ভেবোনা পৃথিবী থেকে অনুরাগ শব্দটা বিলুপ্ত হয়ে গেছে ।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


