
এই ধরো,
তুমি আমার শক্তি এবং অভিশাপ দুটোই।
একপাক্ষিক জোরালো ভালোবাসায় এর চেয়ে উত্তমই বা আর কি।
আমি যেগুলোকে অধিকার বলে বলে আবার সাদা মনে দাফন করে ফেলছি,
সেখানে কেনই বা মাঝে মাঝে পানি দাও?
কনস্ট্যান্ট সংজ্ঞার ভালোবাসা কোথাও নেই,
মাঝে মাঝে আমার হাত ধরে কি প্রমাণ করতে চাও?
বাম পক্ষ সমান ডান পক্ষ?
আমি কি ধরে নেওয়া 'ক' ?
যাকে ''সাপেক্ষ'' বজায় রেখে ইচ্ছে হলে আপার ভ্যালু বা লোয়ার ভ্যালুতে পরিবর্তন করছো?
দিন শেষে উভয় পক্ষ মিলছে না, প্রয়োজনীয় বেসিক সূত্রের অভাবে,
আর এই না মেলা জীবনাংক কে আর্কাইভে রেখে দিয়ে
তুমি মহান কিছু সৃষ্টির যে অপেক্ষায় আছো,
তা আমাকে অভিশপ্ত রাত আর দিন উপহার দিয়ে চলছে অবিরত।
তন্দ্রা শেষে আবার সেই পুরোনো তোমাকে নিয়ে ছুটছি,
একপাক্ষিক ভালোবাসার সরল বৃত্তে।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


