ব্লকের জন্য ২০১৯ সাল বেশ কস্টের এবং হাহাকার ও আফসুসের। সীমাবদ্ধতার মধ্যেও কিছু কিছু নতুন ব্লগার এছেন এবং ভাল করছেন। অনেকে আবার সামু ব্লক হওয়ায় আর আসতে পারছেন না। তবুও ইতিমধ্যে যারা ভাল করছেন ও সম্ভাবনা জাগিয়েছেন তাদের নিয়েই সামুর তারকা-২০১৯ এর আয়োজন।
লিংক
১। ইসিয়াক- বর্তমানে প্রায় প্রতিদিন আলোচিত পাতায় যান নামটি তারার মত জ্বলে তিনি কবি ইসিয়াক। কবিতা, গল্প, ট্রপিক নিয়ে যাই পোস্ট দেন তাই আলোচিত ও নির্বাচিত পাতায় ঠাই নেয়। ব্লগের এই বিপদকালীন সময়ে তিনি অন্যতম একটিভ ব্লগার। এবং এ বছর অন্যতম সামুর তারকা। লেগে থাকলে আরও ভাল অবস্থানে যাবেন এ কথা বলা যায় নিশ্চিন্তে।
লিংক
২। দ্যা প্রেসিডেন্ট-
ব্লগে এসেই হৈ-চৈ ফেলে দিয়েছিলেন ১ম পোস্টে। এ পর্যন্ত পোস্ট করেছেন ০৩টি । সবগুলোই বেশ ভিন্নধর্মী। সময় দিলে ব্লগে হয়ে উঠবেন একজন অনন্য ব্লগার।
লিংক
৩। hopeful Imran- ১ম পোস্ট শুধুমাত্র হেডলাইনভিত্তিক একটি পোস্ট তবুও তা আলোচিত পাতায় স্থান পায়। ৪টি মাত্র পোস্ট করেছেন। সম্ভাবনা আছে এগিয়ে যাবার কিন্তু ব্লগে আর তাকে দেখতে পাওয়া যায় না। তবুও এই তারকা আবার জ্বলে উঠবেন আশা রাখি।
লিংক
৪। পথ হেত পেথ- খেতে ভারি মজা-নামক পোস্ট পড়েই বুঝেছি একজন ভিন্নধর্মী ব্লগার পেতে যাচ্ছি আমরা। সুন্দর কিছু পোস্ট উপহার দিয়েছেন তিনি। আবার ফিরে এসে ভাল কিছু করবেন আশা করি।
লিংক
৫। অজ্ঞ বালক- অজ্ঞ বালক যে অজ্ঞ নয় তার পোস্ট পড়েই বোঝা যায়। গল্প, কবিতা, অনুবাদ কবিতা, রম্য, ফিচার লিখে আলোচিত ও সমালোচিত হয়েছেন এই নতুন ব্লগার। প্রতিমন্তব্যে কড়া জবাব দিতেও দ্বিধা করতেন না তিনি। আলোচিত তারকা হয়ে হঠাৎ হারিয়ে গেছেন স্বেচ্ছায়। কেচাল হওয়ায় ব্লগ ছেড়েছেন। আবার ফিরবেই নিশ্চয় তার নিজস্ব আলো নিয়ে ব্লগের এই বিশাল আকাশে।
লিংক
৬। আসামিহাজির- সময়ের অন্যতম সেরা গল্পকার হতে পারবেন ব্লগে ফাঁদ ও ডিএনএ টেস্ট গল্প পড়ে এনই মনে হয়েছে। সুন্দর সুন্দর গল্প উপহার দিয়েছেন আমাদের । তাকে আশা করছি ব্লগে আবারও সময় দেওয়ার জন্য।
লিংক
৭। অনুভব সাহা- সামুর এই নতুন তারকা এখনও একটিভ আছে এটাই আশার কথা। রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি নিয়ে সুন্দর পোস্ট করে যাচ্ছেন। ছিলেন আলোচিত পাতায়ও। উনি ভাল করবেন এবং এগিয়ে যাবেন এটাই কাম্য।
লিংক
৮। বাংলার মেলা- বাংলার বিভিন্ন জিনিস নিয়ে পোস্ট ও সমাজ সচেতনতা মূলক পোস্ট দিতেও তার জুড়ি নেই। সয়ের এই আলোচিত ব্লগার আমাদের ব্লগকে করবেন ঋদ্ধ এটাই চাই আমরা।
লিংক
৯। আমি মুক্তা- ডিজুস প্রেম দিয়েই তিনি বাজিমাৎ করেছেন সামুতে। অদ্যাবধি লিখে চলেছেন। সুন্দর মন্তব্য করা ও উত্তর দেওয়ার বেশ পারদর্শী। গল্প-কবিতা দিয়ে ব্লগকে রাখবেন মাতিয়ে এই কামনা করি।
কোন সিরিয়াল মানা হয়নি নেট ঘেটে , সামুতে সাতরিয়ে যখন যাকে পেয়েছি তাকেই তুলে ধরেছি। ভাল থাকবেন সবাই। ভাল থাকুক সামু।
2018 সালের সামুর তারকারা।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০২