গ্রীক পুরাণের পাতা থেকেঃ প্রমিথিউস ০৩ - জীবনদাত্রী
বিকাল ঘনাইয়া আসতেছিল। প্রমিথিউস উইঠা দাঁড়াইয়া আড়মোড়া ভাইঙা বিশাল এক হাই তুলল। সারাদিনব্যাপী গতর খাটানো শেষে তার সর্বাঙ্গে একরকম ক্লান্তি জড়ো হইছিলো, যদিও তার চাইতে বেশি ছিল নিজের কাজের প্রতি সন্তুষ্টি।
অপরাহ্নের মৃদু সূর্যালোক তার হাতের কারুকাজগুলারে হালকা উত্তাপে একেবারে সঠিকভাবে পুড়াইছে। এই কৃতিত্বও পুরাটাই প্রমিথিউসের। মাটির মূর্তিগুলা যদি মধ্যাহ্নের কড়া... বাকিটুকু পড়ুন
