বাংলাদেশের সবচেয়ে সুন্দর বা হ্যান্ডসাম পুরুষ কে বা কারা এরকম কোনো জরীপ কখনো হয় নি। তবে কয়েকজন রয়েছেন যারা সবার কাছে সুন্দর হিসেবে ভাইরাল হয়েছেন। তেমন কয়েজন এর তালিকা দেওয়া হলো। জরিপ হলে এরা থাকবেন তালিকায়। গতকাল অনেকেই জানতে চেয়েছেন বাংলাদেশের কেউ আছে কিনা সেরা হ্যান্ডসাম তালিকায় তাই আজ বাংলাদেশীদের নিয়ে আমার মত তালিকা দিলাম আপনারাও যোগ করতে পারেন কে সেরা।
১। সালমান শাহ, প্রয়াত অভিনেতা।

২।শেখ সারহান নাসের তন্ময়, এমপি।

৩। সিয়াম আহমেদ, অভিনেতা।

৪।শাকিব খান, অভিনেতা।

৫। আসিফ আজিম, মডেল

৬। আদিল হাসান নোবেল, মডেল।

৭। জিয়াউল রোসান, নায়ক

৮। আফজাল হোসেন, মডেল ও অভিনেতা

৯।তাসকিন আহমেদ, ক্রিকেটার।

১০।মেহেদি হাসান পলাশ, মডেল

দক্ষিণ এশিয়ার সুদর্শন পুরুষের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের ৪ জন মডেল। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ‘বাজ ফিড’ এই তথ্য প্রকাশ করে।
সুদর্শন পুরুষের তালিকায় স্থান পাওয়া চার বাংলাদেশি মডেলদের মধ্যে রয়েছেন র্যাম্প মডেল আসিফ আজিম, ইফতেখার জাইব, জ্যান উদ্দিন, ও নিবিড় আদনান নাহিদ।
তালিকায় বলিউড তারকা রণবীর সিং কে পেছনে ফেলে দিয়েছেন আসিফ আজিম। সেরার তালিকায় আসিফের অবস্থান ১০তম এবং ১১তম স্থানে রয়েছেন রণবীর সিং।
এছাড়া সেরা সুদর্শন পুরুষের তালিকায় ১৩তম স্থান দখল করেছেন মডেল ইফতেখার জাইব, জ্যান উদ্দিন রয়েছেন তালিকার ১৭ নম্বরে এবং নিবিড় আদনান নাহিদ রয়েছেন তালিকার ২২ নম্বরে।
আরও অনেকে থাকতে পারেন তালিকায়।
তথ্য-গোনিউজ২৪ কম।
ছবি-বিভিন্ন ওয়েবসাইট থেকে নেওয়া।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




