
চন্দ্রমল্লিকার সাথে বাতাসের কথন
ব্যথিত যুবকের নীলাভ চোখে-
ঝড়ে পরে ব্যর্থতার তীব্র হাহাকার
নীলিমা অপরাহ্নে চলে গেলে দূরে
বুঝবে সে প্রিয়জন কে ছিল আপন।
অন্ধকার সময় হননের ধ্রুপদী গানে
অতীতের ফেলে আসা ভুলের কলরব
শালিক ফিরেছে খড়কুটোমুখে নীড়ে
আচমকা মোমের আলো নীভে গেলে
কে খুঁজে ফিরে হায় জীবনের মানে।
চান্দের আলো বাহিরে তবু ঘর অন্ধকার
হিসেবের প্রতি ঘরে কেন এত গড়মিল
মনে পড়ে আজ তার পানপাতা মুখ
সে যে এনেছিল মুঠবন্দী একমুঠো সুখ
হারিয়ে বুঝি সেইতো ছিল আপন আপনার।
ছবি নিজের তোলা।
ব্যথিত নীলাভ চোখ-২
ব্যথিত নীলাভ চোখ
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



