
যে দেশ একদিন তাকে মিস ইউক্রেন বানিয়েছে আজ সেই প্রিয় দেশ যখন আগ্রাসনে আক্রান্ত তখন শুধু সৌন্দর্য ও গ্লামার নিয়ে বসে থাকেননি আনাস্তাসিয়া লেনা। অস্ত্র হাতে শত্রু মুক্ত করতে নেমে পড়েছেন যুদ্ধের ময়দানে। ইচ্ছে করলেই পাড়ি দিতে পারতেন অন্য দেশে কিন্তু দেশপ্রেমিক লেনা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত।
রাশিয়ান হামলায় বিধ্বস্ত ইউক্রেন। চারদিকে শুধু ধ্বংস স্তুপ। রাশিয়ান আক্রমণকে প্রতিহত করতে এখন প্রাণপণ লড়াই চালাচ্ছে ইউক্রেন। সেনার পাশাপাশি সাধারণ নাগরিকদের হাতে বন্দুক তুলে দিয়েছেন দেশটির সরকার।
শুধুমাত্র সাধারণ মানুষই দেশের মহিলা সাংসদ থেকে শুরু করে ছাত্র, কেউ কালাশনিকভ বা কেউ মলোটভ ককটেল দিয়ে রুশ আগ্রাসন প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে। হাই হিল, রেড কার্পেট ছেড়ে হাতে কালাশনিকভের মত মারাত্মক অস্ত্রতুলে নিয়েছেন মিস ইউক্রেন ।
প্রতিবেদন-
রুশ সামরিক অভিযান থেকে মাতৃভূমিকে রক্ষায় ইউক্রেনের বহু নারী অস্ত্র হাতে পুরুষদের পাশাপাশি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছে। এবার এ তালিকায় যুক্ত হলেন দেশটির সাবেক মিস ইউক্রেন-২০১৫ বিজয়ী আনাস্তাসিয়া লেনা।
সম্প্রতি, নিজের টুইটার অ্যাকাউন্টে অস্ত্র হাতে একটি ছবি পোস্ট করেন আনাস্তাসিয়া। ধারণা করা হচ্ছে, তিনি সরাসরি যুদ্ধে অংশগ্রহণের পূর্বে ছবিটি তুলেছিলেন।
বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে নিজ দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তার এ আহ্বানে পুরুষদের পাশাপাশি হাজারো নারী সাড়া দিয়েছে। তারা অস্ত্র চালনার প্রশিক্ষণ নিচ্ছে। ইতোমধ্যে,হাজারো নারী সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে।
ইউক্রেনে প্রায় ৩৬ হাজার অস্ত্র চালনায় প্রশিক্ষিত নারী সদস্য রয়েছে। বিশ্বের অন্যতম সশস্ত্র শক্তিশালী নারী বাহিনীর অধিকারীও ইউক্রেন।
বহু পরিবার নিজেদের ছেলে সন্তানের পাশাপাশি কন্যা সন্তানকেও যুদ্ধে পাঠাচ্ছে। যেকোনো মূল্যে রুশ আগ্রাসন থেকে নিজেদের মাতৃভূমিকে রক্ষায় বদ্ধপরিকর তারা।
সময়ই বলে দিবে কি হবে এই যুদ্ধের শেষ পরিণতি। যুদ্ধ নয় শান্তির সুবাতাস বহুক বিশ্বের প্রতিটি দেশে।
তথ্য সূত্র ও ছবি ঃ ঢাকা টাইমস।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০২২ দুপুর ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



