
পাঁচ বছর বয়সী আয়লান কুর্দীর মরদেহ নিচ্ছে তুর্কী কোস্টগার্ড। মৃত আয়লান নাড়িয়ে দিয়েছিল বিশ্ব বিবেক।

আলেপ্পোর একটি বিধ্বস্ত ভবনের ভেতর থেকে উদ্ধার করা হয় রক্তাক্ত ওমরানকে। হায় যুদ্ধ হায় মানবতা।

সত্যিই ছবি কথা বলে। ২০১৮ সালে সিরিয়ার যুদ্ধ বিধ্বস্ত এলাকার শরণার্থী এক শিশুর ছবি সারাবিশ্বকে নাড়া দিয়েছিল। শিশুটির মুখ বুঝিয়ে দিচ্ছিলো তার কঠিন পরিস্থিতি।



এমন কত শত ছবি যে আমরা দেখছি বুকে বেদনা চেপে। তাই কোন যুদ্ধ চাইনা। যুদ্ধবিহীন সুন্দর পৃথিবী কাম্য।
ছবি-প্রথম আলো, বিবিসি ও ফেসবুক থেকে নেওয়া।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



