সবিনয়ে অনুরোধ করছি-
আমাকে একটি অস্ত্র দাও
সকলের মতো আমিও যুদ্ধে যাবো
শত্রুর আগ্রাসন রুখে দিব ।
আমি কিশোর বলে অবহেলা করোনা
শত্রু নিধনে হবো অকোতভয়
হয়তো লড়াই করে মরে যাবো
নয়তো স্বাধীনতার দেখা পাবো।
আমাকে একটি অস্ত্র দাও
নক্ষত্রখচিত আকাশে আগুন ধরাবো
বাংলার জলে-স্থলে কোথাও
দুশমনকে গাড়তে দেবনা ঘাঁটি ।
আমি রক্তের শপথ করে বলছি-
আমার বাবার লাশের পাশে
উচ্চারিত শব্দ গুলো শক্তি দাও
আমাকে যুদ্ধের সৈনিক করে নাও ।
আমাকে একটি অস্ত্র দাও
একটি কাঙ্খিত অস্ত্র পেলে
আমার স্বপ্ন সত্যি হবে
বাংলাদেশ স্বাধীন হবে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০২২ দুপুর ১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



