
‘চিরবিদায় আমার পুত্র, বেঁচে থাকলে ফের দেখা হবে’, ইউক্রেন-রাশিয়ার এই হৃদয়বিদারক ছবি দেখে চোখে জল নেটিজেনদের।
ইউক্রেনের জায়গায় যদি কোন মুসলিম দেশ থাকতো তবে ধ্বংশ অনিবার্য ছিল-
কারণ এরকম ধ্বংশ আমরা দেখেছি ফিলিস্তেনে, ইরাকে, লিবিয়ায়, সিরিয়ায় আরও অনেক মুসলিম প্রধান দেশে। তখন বেসামরিক লোকদের সরে যাওয়ার জন্য মানবিকতা দেখাতোনা রাশিয়া। তখন নির্বিচারে মসলিম নিধনই প্রাধান্য পেত।
আর পশ্চিমা সভত্যার ধ্বজাধারীরা একপেশে মুসলিমদের দোষ দিয়ে রাশিয়াকে সমর্থন করতো। আর আজকের রাশিয়াকে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা প্রাপ্ত দেশ হতে হতোনা।
রাশিয়ার রূপকথার বইয়ে পড়া-ক্ষুদে ইভান বড় ভাগ্যবান, জাদুকরি ভাসিলিয়ার কথাসহ আরও অনেক গল্প মনে পড়ে গেল। কিন্তু বাস্তবতার রূপকার পুতিন ভিন্ন মানুষ, ভিন্ন তাদের গল্প।
ছবি-khabor24
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০২২ দুপুর ১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



