
ইউটিউব এখন পুরোনো হয়ে গেছে। নিত্য নতুন ভিডিও দেখতে ফেবু আর টিকটক, লাইকিতে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। কি ছোট, কি বড় মোবাইল রাতে থাকলেই হুট হাট ঢুকে যাচ্ছে ভিডিও সাইটে। বাচ্চরা দেখছে কার্টুন আর ডিয়ানা-রোমা, নাস্তিয়ার মজার কান্ডকারখানা। আর বড়রাতো ব্যস্ত মুভি, নাটক, সিরিয়াল, কমিডি সো, গান, নাচ এর শো তারপর আরও আরও কত কি!!!
অফিসে অনেকেই দেখি কাজের ফাকে হয়-রান্নার রেসিপি, নয়তো খাওয়ার সব অদ্ভুত আইটেম ও স্টাইল দেখছে। কেউ আবার মৃত্যুতে থেকে ফিরা, দুর্ঘটনা থেকে বেচে ফেরা মানুষের ভিডিও দেখছে, কৌতক, বিনোদন, ভাড়ামিতো আছেই।
ফেবুতে পোস্ট দেওয়ার পর এখন আর লাইক, কমেন্টের বন্যা বয়ে যায়না, ঘুরে ভিরে অল্প কয়েকটা পোস্ট সারাদিন ভেসে বেড়ায়। তো এত এত ফ্রেন্ড অনলাইনে করছে কি ? আর ব্লগেতো আরও কম মানুষ লগইন করছে। সরাদিনে ২০০/৩০০ বার পঠিত আর হাতে গোনা ১০/১৫টি মন্তব্য।
সবাই ভিডিও গিলতে ব্যস্ত। টিকটক নিজে না করতে পারলেও দেখে মজা নিচ্ছে। আর লাইকি নামের ভাড়ামিতো আছেই। লাইকিতে প্রতিনয়ত আইডি খুলছে মানুষ। সস্তায় স্টার হওয়া ও টাকা কামানোই মূল উদ্দেশ্য। নিদেন পক্ষে নিজেকে দেখানোর প্রবণতা তো আছেই। বিনোদনের নামে এসব ভিডিও সাইটে চলছে যাচ্ছে তাই কান্ডকারকাখা। অবশ্য দু’একটা যে ভাল, সুস্থ্য, সুন্দর বিনোদন নেই তা নয়।
আমি টিকটক কিংবা লাইকিতে তেমন কোন আগ্রহ পাইনা। কালে ভদ্রে এই এ্যাপগুলোতে ঢুকি, দেখি পরিবর্তন কি এলো। চোখের সামনে জীবন্ত সবকিছু উপস্থিতি তাইতো এখন ভিডিও মানুষকে বেশি আকর্ষণ করছে।
ছবি-https://www.shutterstock.com থেকে নেওয়া।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০২২ সকাল ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




