
বছর দুয়েক আগের ঘটনা। শখের বশে ০৩টি কোয়েল পাখি কিনে পোষা শুরু করলাম। আমার মেয়ে মহা খুশি। সে পানি দেয়, খাবার দেয়। কোয়েলে মধ্যে ০১টি পুরুষ, ০২টি মহিলা। বিক্রেতার ভাষ্যমতে ০১ মাস গেলেই ডিম পাড়বে। এক মাস যায়, দুই মাস যায়, তিন মাস যায় শুধু খাবারই সাবাড় করে কিন্তু ডিমের কোন খবর নেই।
আমি খুবই বিরক্ত হয়ে গেলাম এদের পরিষ্কার করানো, গোসল করানো, খাচা চেঞ্জ............
আমার মেয়েও বলতে শুরু করল- শুধু খায়, হাগু করে, ডিম দেয়না। আমি বললাম দেখি আর কটা দিন..............
শেষ পর্যন্ত যবহ্ করে জানতে পারলাম এরা ০৩ টি পুরুষ কোয়েল তাই হইজীবনে ডিম দেওয়ার ক্ষমতা এদের নেই। মাংস ভক্ষন করে এদের ডিম না দেয়ার শাস্তি দিলাম।
মেয়ে অবশ্য যবহ করাতে মন খারাপ। সে আর কোয়েকে দেখতে পারবেনা, খাবার দিতে পারবেনা, পানি দিতে পারবেনা। সময়ের সাথে সবই শেষ হয়ে যায়। আমার বিড়ম্বনারও শেষ হলো।
কেবল ভাবি পত্রিকায় দেওয়া শিরোনামগুলো-
অমুকের কোয়েল পালনে স্বপ্নপূরণ, তমুকের কোয়েল খমার করে স্বাবলম্বী হওয়ার খবর................।
ছবি-pt-br.facebook.com
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০২২ দুপুর ১২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




