কুসুমিত কিংশুকে কোকিলের কলরব
সুমাধবে যুবকের মনে জাগে প্রেম অনুভব
মলয়া সমীরে কাপে সঘন সবুজ বন
রৌদ্র এাসে তনু মনে ছায়ার স্মরণ।
পুষ্পের পাপড়িতে ভ্রমরের পুনি ঝঙ্কারে
হরষিত চিত্তে তরুণী সাজে পাতার অলংকারে
চৌদিকে আজ বিচিত্র সুরঙ্গ সৌরভ
যামিনিতে সুখী দম্পত্তি সুখে নিরব।
নবীন খঞ্জনার নাচ দেখে মন চমকিত
আবিরের রঙে কে মানে প্রেমের পরাভূত
সন্তানের সফলতায় উজ্জ্বল জননীর মুখ
যেন জোছনা রজনীর কুসুমিত কিংশুক।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০২২ দুপুর ১২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




