আজ শবে বরাত, একাত্তর সালে শবে বরাত পালিত হয়েছিল ৫ অক্টোবর মঙ্গলবার।
একান্ন বছর পূর্বে সেদিন, 'শহীদ লুৎফুন নাহার হেলেনা' ধৃত হয়েছিলেন বাঙালি 'অমানুষ' রাজাকারদের হাতে। শহীদ লুৎফুন নাহার হেলেনাকে তাঁর ২ বছর ৫ মাস শিশু পুত্র দিলীরসহ মাগুরার মহম্মদপুর থানার কোন এক গ্রাম থেকে (যেখানে তিনি আত্মগোপনে ছিলেন) ধরে এনে সেদিনই তাঁকে মাগুরা শহরে এনে পাকিস্তান হার্মাদ বাহিনীর হাতে তুলে দিয়েছিল অমানুষরা।
পবিত্র শবে বরাতের রাতে, তারা হেলেনের শিশু পুত্র দিলীরের কান্না উপেক্ষা করে মায়ের কোল থেকে ছিনিয়ে পাঠিয়ে দেয় নানা বাড়িতে। এরপর সে রাতেই, পাকিস্তানী সেনাবাহিনীর হার্মাদরা অমানবিক ও নির্মম শারীরিক নির্যাতন চালিয়ে হত্যা করেছিল তাঁকে।
পাকিস্তানী হার্মাদ সেনারা, হত্যার পর তাঁর প্রাণহীন দেহ জিপের পেছনে বেঁধে টেনে নিয়ে যায় শহরের অদূরে নবগঙ্গা নদীর ডাইভারশন ক্যানেলে। সেই ক্যানেলে তাঁর ক্ষতবিক্ষত দেহ ফেলে দেয়া হয়। শহীদ লুৎফুন নাহার হেলেনার দেহ আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। তিনি মিশে গেলেন তাঁর বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে।
তিনি একাধারে যোদ্ধা ,গুপ্তচর ও সংগঠক ছিলেন । এমন লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি।
আমাদের শবে বরাতের প্রার্থনায়, একাত্তরের এই শহীদ থাকবেন তো ? কিংবা মুক্তিযুদ্ধে শহীদ হওয়া জানা অজানা সকল শহীদদের নাম?
সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি।
তথ্যসূত্র -মেঘনা আদর্শ সামাজিক সংগঠন।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০২২ রাত ১১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




