নদীমাতৃক আমাদের এই দেশে ১২০০ এর অধিক নদ-নদী রয়েছে। কিছু নদী শুকিয়ে যাচ্ছে আর কিছু নদী আমরা ভরাট করছি বা মেরে ফেলছি। নদী বাচলে বাচবে দেশ - এ রকম কত সুন্দর সুন্দর স্লোগান দিয়েও দেশের নদী রক্ষা করা যাচ্ছেনা আর নদী যদি আমাদের শহরে কাছাকাছি হয় তবে সে নদীর অবস্থা আমরা এমন করি যে, পানি পান করা যায় না, জলজ প্রানী খুব কষ্টে বেঁচে থাকে। উন্নত বিশ্বে নদীর যে যত্ম নেয় আমাদেরও তা ফলো করা উচিৎ।
আজ কিছু অপরিচিত নদীর ছবি শেয়ার করবো। অনেকের আবার খটকা লাগে কোনটা নদ আর কোনটা নদী? ‘নদ’ আর ‘নদী’ এই দুইয়ের মধ্যে পার্থক্য কি?
—নদীর শাখা আছে, নদের শাখা থাকে না। অবাক করার মতো হলেও তথ্যটা সত্যি, আমাদের মাঝে শতকরা ৯০ ভাগ মানুষ নদ-নদীর পার্থক্য জানেন না। এমনকি উইকিপিডিয়াতেও লেখা আছে:
‘যে জলস্রোত কোনো পর্বত, হ্রদ, প্রস্রবণ ইত্যাদি জলাধার হতে উৎপন্ন ও বিভিন্ন জনপদের ওপর দিয়ে প্রবাহিত হয়ে অন্য কোনো জলাশয়ে পতিত হয়, তাকে নদী বলে। যেমন মেঘনা, যমুনা, কুশিয়ারা ইত্যাদি। যখন কোনো নদী হতে কোনো শাখা নদীর সৃষ্টি হয় না, তখন তাকে বলা হয় নদ।






ছবি সূত্র : ফেসবুকের ওয়াল থেকে সংগ্রহীত।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০২২ দুপুর ২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




