সোমালিয়া থেকে মানুষ জানতে চায়-
আমাদের যদি সেহরি বা ইফতার খাবার জন্য কোন কিছু না থাকে
তবে কী আমাদের রোজা হবে?
ফিলিস্তিন থেকে মানুষ জানতে চায়-
মিসাইলের বিস্ফোরণের কারনে মুখের ভিতর ঢুকে যাওয়া ময়লা এবং পাথরের কারনে
রোজা কী ভেঙ্গে যাবে?
সিরিয়া থেকে মুসলিম ভাই-বোনেরা জানতে চায়-
কেমিক্যাল অস্ত্রের আক্রমণের জন্য তাদের রোজা কী ভেঙ্গে যাবে ?
আর আমাদের প্রশ্নের নমুনা হলো
তারাবির নামাজ আট রাকাত নাকি বিশ রাকাত?
হাত নাভির নিচে না উপরে বাধতে হবে?
আমিন আস্তে নাকি জোরে বলতে হবে?
আমরা ভাল আছি তাই শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করো। সারা বিশ্বে শান্তি দান করুন।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




