
গান করতে করতে কেউ কেউ ফান করে। আবার কেউ ফান করে গান গায়। উপরের ছবিতে যারা ফান করেছেন তারা কি জানেন তাদের এই ফান মূহুর্তেই ভেঙ্গে দিতে পারে একটি পিপড়ার কামড়।
আচ্ছা পিপড়া বাদ দিলাম। মৌমাছি, ভিমরুল কিংবা ভল্লার একটা হুল ফুটলেই কেল্লা ফতে।
এক গ্লাস পানিতেই ভেঙ্গে পড়বে এই মনুষ্য মূর্তি। একটা বোমের মত আওয়াজ যথেস্ট এটা ভাঙ্গতে।
কিন্তু আইডিয়াটা কড়া। মাঝে মাঝে মানুষ শয়তানকেও হাড় মানায় শয়তানিতে। বাদরকে হার মানায় বাদড়ামীতে।
স্যারের কথা মনে পড়ে গেল-মানুষ পারেনা এমন কোন কাজ নেই। কিন্তু স্যার আপনি কি জানেন না মানুষ অনেক কিছুই পারেনা। সবার আগে মানুষ যা পারে না সেটা হচ্ছে মানুষ ডিম পারতে পারেনা।
আরেকটু সরেশ করে বলা যায়-মনুষ্য জাতী লেজ নাড়তে পারেনা।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৩:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




