
একুশ তুমি এদেশের ভাষা আন্দোলন
একুশ তুমি বাহান্নোর গণজাগরণ
একুশ তুমি রাঙা শিমুল পলাশ
একুশ তুমি ভাষা শহীদের লাশ
একুশ তুমি বাঁচিয়েছো মায়ের মুখের ভাষা
একুশ তুমি বাঙালির বাংলা ভাষার আশা
একুশ তুমি হৃদয়ে অগ্নিঝরা স্মৃতি
একুশ তুমি হার না মানা এক রীতি
একুশ তুমি আমার অহংকার
একুশ তুমি বাংলার তেজী ঝংকার।
ছবি-বিবিসি বাংলার সৌজন্যে।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



