এবার ঈদে ভালো ছুটি কাটাতে পেরেছি সব মিলিয়ে ১১ দিন। তারপরও মনে হয় কোন দিক দিয়ে যেন দিনগুলো হঠাৎ শেষ হয়ে গেলো।
মেয়ে নিয়ে আমাদের খেত/জমি দেখতে গেলাম। তাকে নদী দেখাতে নিয়ে গেলাম।
দূরের হাট দেখাতে নিয়ে গেলাম।
সে তিল খেত দেখে বেশি খুশি হয়েছে। তিলের ফুল, সেই ফুল থেকে মৌমাছির মধু সংগ্রহ এগুলো দেখে অনেক প্রশ্ন করল।
আমি উত্তর দিয়ে গেলাম।
আমরা ছোট বেলায় কিভাবে তিল ফুলে মৌমাছি বন্দি করতাম এবং হাতে কিভাবে মৌমাছি হুল ফুটাতো তাকে বর্নণা করলাম।
পুকুর পাড়ে বাতাস বেশ উপভোগ করেছি তবে মেয়েকে একা একা পুকুর পাড়ে যেতে বারন করেছে সে সেটা মেনেছে।
যাক এবার ছবি দেখার পালা.....................................।

তিল খেতে তিল ফুল ফুটেছে।

কচি কচি তিল ধরা শুরু হয়েছে।

মরিচ খেতে মরিচ পাকা শুরু হয়েছে।

খালের পাড়ে বর্ষার অপেক্ষায় নৌকা।

মটমটিয়া গাছ ও ফুল।

শাখা নদী থেকে এই খালটি আমাদের বাড়ির পাশ দিয়ে চলে গেছে। খালে মাছ ধরার ফাঁদ বসানো হয়েছে।

গোমতী নদী থেকে শাখা নদী আমাদের এলাকায় এসেছে। সেথায় বিকালে গ্রাম্য বধূরা পানি নিতে এসেছে।

ওরা তিন জন দেখতে একই রং।

ধইঞ্চা খেত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



