২০২৩ সালের শেষ মাস চলছে। চলছে বিজয়ের মাস। দুয়ারে কড়া নাড়ছে নতুন বছর ২০২৪। তো বছর শেষে কোন কোন ব্লগার হাসবেন বিজয়ের হাসি, কে থাকবেন এগিয়ে, কে বা করা হবেন জনপ্রিয় ব্লগার ?
কে হয়েছেন সবচেয়ে প্রিয় প্রাপ্ত ব্লগার ?
কে হবেন সবচেয়ে পঠিত ব্লগার ?
কে পেয়েছে সবচেয়ে বেশি মন্তব্য ব্লগার ?
কে বা কারা পেয়েছে সবচেয়ে বেশি লাইক ব্লগার ?
সবচেয়ে বেশি মন্তব্য কারী কে ? পোস্ট দাতাই বা কে ? সবচেয়ে বেশি সামুতে টাইম পাছ করেছে কে ? আপনাদের কি জানতে মন চায় !!!
যদি চায় তবে হ্যা বলুন। তাহলে ব্লগপ্রিয় যারা তারা কজে নেমে পড়েন, েএখনই কি কাজ শুরু করে দেন সবার আইডিতে ঢুকে লিষ্ট তৈরী করুন আর চমকে দিন ব্লগ বাসিদের।
এবার আসি শিরোনামের ................... অংশে। কারা পাচ্ছেন পুরুস্কার। আমি মত দিচ্ছি যে স্বেচ্ছায় কয়েকজন মিলে একটি টিম গঠন করে বছর শেষে উল্লেখিত বিভিন্ন ক্যাটাগরীতে পুরুস্কারর ব্যবস্থা নিন ব্যক্তি উদ্যোগে।
টাকা কোথায় পাবেন ? নো টেনশন ? উক্ত গঠিত টিমকে ব্লগের সবাই যার যার মত করে ডোনেশন দিয়ে পুরুস্কারের তহবিল গঠন করা হবে। ব্লগে এক কোনে একটি বিকাশ/রকেট/নগদ নাম্বার ঝুলিয়ে রাখা হোক যেটা মডুর তত্বাবধানে থাকবে। বছর শেষ তহবিল থেকে পুরুস্কার দেয়া হবে। এত বড় ব্লগ, এত পাঠক, লেখক তথচ বছর শেষে নেই কোন সম্মাননা কিংবা পুরুস্কার যেটা আর ভাবা যায়না। এবার থেকে চালু হোক নতুন কিছু, নতুন প্রাপ্তি।
সকলে ভাল থাকুন, ব্লগ ভাল থাকুক।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



