


আব্বু আমার নতুন রং লাগবে ?
কেন ?
রং শেষ।
আর কিনে দিব না, তুমি শুধু শুধু নষ্ট করো।
আমি শুধু নষ্ট করি ..............। তাহলে এই দেখেন ? অফিস থেকে ফিরেই দিখি সে একটা বই এর প্রচ্ছেদ একেছে।
ব্লগার রূপক বিধৌত সাধুর ২০২৫ এ প্রকাশিত কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায় বইটির প্রচ্ছেদ দেখে কন্যা আমার একে ফেলেছে বই এর নতুন প্রচ্ছদ। সকালে নাস্তা খেয়ে শুরু দুপুর পর্যন্ত একটানা সে একে আমাকে সারপ্রাইজ করে দিল।
তার আবদার এবার তো রং পেন্সিল কিনে দেবেন ?
হুম এরকম ভাল আঁকলে তো রং কিনে দিতেই হবে।
তার পর বললাম তোমার আংকেলকে ছবিটা পাঠাই উনি দেখে খুশি হবেন।
আজকে আমাকে বলল, ছবি পাঠিয়েছি কিনা, আমি বললাম আজ ছবি পাঠাবো এবং ব্লগেও পোস্ট দিব।
সে বলল, তাহলে আমাকে দেখাইয়েন।
অবশ্যই দেখাবো।
অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল জাফরিন মালিহা তোমার জন্য।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



