
আলুর নাকি দাম কম
এই না কথা শুনে
হাশেম আলী বাজারে গিয়ে
নিচ্ছে আলু গুনে গুনে।
হাসেম আলী বেজায় কৃপণ
করেনা তেমন খরচ টাকা
মাথায় তার নেই এক গোছা চুল
পুরো মাথা পরচুলায় ঢাকা।
আলু দোলমা, আলু সিদ্ধ,আলাু ভাজা
প্রতিদিন আর কত খাওয়া যায়
পেটে যেন আলুর চর পরেছে
হাশেম আলীর মরতে বাকি হায় !
ভাত খাইয়া মোটা হলে
মাইনষে খোটা দিবে
আলু খেয়ে কৃপন আলী
পেশী শক্ত করে নিবে।
দুন্দুল, ঝিঙ্গে, পোটল দামি বেশি
আলুর কেজি মাত্র বিশ
তাইনা দেখে মহা সুখে
হাসেম আলু দিচ্ছে শীষ।
সব কিছুর এমন মূল্য বৃদ্ধি
সস্তা কেবল গোল আলু
হাসেম আলীর মুখে ফেনা
ডাকছে কেবল খালু, খালু।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


