
প্রতিনি দেশে নতুন নতুন ইস্যু তৈরী হচ্ছে।
লাশ পুড়িয়ে দেয়া।
ঘুমন্ত ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা।
মব তৈরী করে মেরে ফেলা।
নারী ও শিশু নির্যাতন।
ডাকাতি।
তুচ্ছ ঘটনার জেরে হামলা।
নির্বাচন নিয়ে প্রতিদিন নানা ঘটনা।
দেশটা এমন হয়েছে, কে কখন মরে যাবে বলা যাচ্ছে না(স্বাভাবিক মৃত্যু ছাড়া)। আর ব্লগে আছে এক ইস্যুকারী, ব্যক্তিআক্রমন করা ছাড়া সে সুখ পায় না। সাইক্যুকে কোনভাবেই প্রতিহত করা যাচ্ছেনা। অনলাইন অফলাইন সব জায়গায় অশান্তি।
ইস্যুবাজদের এখনই থামানো প্রয়োজন নয়তো এক অসুন্দর, কঠিন, নির্দয় বাংলাদেশ দেখার জন্য জাতিকে তৈরী থাকতে হবে।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


