-সারা জীবনে একজন মহিলা গড়ে ০২-০৩ কিলোগ্রাম লিপস্টিক খায় ।
-অধিকাংশ লিপস্টিক তৈরিতে মাছের আশ ব্যবহার করা হয়
-এন্টার্কটিকাতে সবচেয়ে বড় (প্রস্থতে) বরফের টুকরাটির আয়তন ০৩ মাইল
-বাদুড়ের পায়ের হাড় এত নরম যে এরা ওই হাড়ের উপর ভর করে হাটতে পারেনা
-গোল্ড ফিশ ০৩ সেকেন্ডের জন্য তার স্মতিশক্তি ধরে রাখতে পারে , এর অর্থ ০৩ সেকেন্ড আগে ঘটে যাওয়া ঘটনা এরা ০৪ সেকেন্ডের মাথাতে ভুলে যাবে ।
-পৃথিবীতে ৩০০০ এর ও বেশি প্রজাতির মশা আছে ।
-প্রাচীনকালে রোমান সৈন্যরা এক ধরনের পোশাক পরতো যুদ্ধে যাবার জন্য , এখন মেয়েদের কাছে পোশাকটি বেশ জনপ্রিয় , পোশাকটির নাম হলো স্কার্ট ।
-পানি ছাড়া একটি ইঁদুর উটের চেয়ে বেশিদিন বাঁচে ।
-পৃথিবীতে আগষ্ট মাসে সবচেয়ে বেশি জন্মদিন পালন করা হয় ।
-প্রতি বছর চাঁদ পৃথিবী থেকে ১.৫ ইঞ্চি করে দুরে সরে যাচ্ছে ।
-চাঁদের মাটিতে মানুষর পায়ের ছাপ আরো ১০ কোটি বছর থাকবে আশা করা যায় ।কারন সেখানে কোন বায়ুমন্ডল নেই ।
-মানুষ চোখ খোলা রেখে হাচি দিতে পারেনা
-মানুষের শরীরে গড় নার্ভ বা স্নায়ুর পরিমাণ ১০০ বিলিয়ন
-স্পেনের জাতীয় সংগীতে কোন শব্দ নেই
-পদার্থের অণু-পরমাণুর ভেতর শূন্য স্থান থাকে। বিশ্বের সব মানুষের দেহের এ শূন্যস্থান দূর করলে পারলে সবাইকেই একটিমাত্র আপেলের ভেতর ঢোকানো সম্ভব।
-পিরামিড তৈরির সময়েও বিশালাকার লোমশ ম্যামথ বিশ্বে টিকে ছিল।
-মধু সহজে নষ্ট হয় না। আপনি তিন হাজার বছরের পুরনো মধুও চেখে দেখতে পারেন।
-টিভিতে সিগন্যাল না থাকলে যে চিহ্নগুলো দেখা যায় তার অনেকগুলোই বিগ ব্যাংয়ের রেডিয়েশন। বিং ব্যাংয়ের মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল।