![]()
আমাদের বাংলাদেশের প্রায় সাধারণ মানুষই চায় বিদেশ যাবে। বিদেশে যাবার আকাঙ্ক্ষা বা ইচ্ছা নাই এমন মানুষ আমাদের দেশে খুবই কম। বেশীর ভাগ মানুষ চায় পাশ্চাত্যের কোন দেশে পাড়ি জমাবে। এর মধ্যে বশী খাহেশ লন্ডনে যাবার।
ইদানিং নাকি আবার লন্ডনে অবস্হানরত কিছু কিছু বাংলাদেশীরা বাংলাদেশে আসার জন্য প্রায় পাগলের মত। ভাল, ভাল চাকুরী, ব্যাবসা-বানিজ্য, আমদানি-রফতানি সব কিছু ছেড়ে দেশে এসে উনারা করবেনটা কি? লন্ডনের মত রুজি-রোজকার কি বাংলাদেশে আছে?
উনাদের দেশে আসার উদ্দেশ্য হলো জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা। এদের অনেকেরই তেমন বিশেষ কোন রাজনৈতিক প্রজ্ঞা বা গুণ নাই বলে সবার ধারনা। তবে এক কালে কোন এক বিশেষ রাজনৈতিক দলের সংস্পর্শে ছিলেন। আর বর্তমানে সেই দলের অধীনে জাতীয় নির্বাচন হবে তা তারা তাদের বিজয় সুনিশ্চিত জেনেই লন্ডনের মায়া ছেড়ে দেশের টানে সাড়া দিয়েছেন বলে অনেকেরই ধারনা!
এই দলের অধীনে বিজয়ী হলে লন্ডনের দশ বছরের রুজি দশ দিনেই করা যাবে বলে তাদের বিশ্বাস। আর এই রুজির সাথে আসবে জস, খ্যাতি, সম্মান, টাইটেল আরো কত কি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




