![]()
লন্ডনের এক পত্রিকা নাকি আমাদের মাননীয় তথ্যমন্ত্রি ইনু সাবকে নিয়ে আজ এক অতি রসের প্রতিবেদন ছেপেছে!
দুই তিন জন যুবক ইনুকে কোন এই রেডিও স্টুডিওটে বেকায়দায় ফেলে। এই সামান্য ঘটনাকে "সন্ত্রাসীদের হামলা" বলায় ইংরাজী পত্রিকা The East London Advertiser মন্ত্রীকে নিয়ে এই রসের আর্টিকেলটি লিখে।
প্রতিবেদনে বলা হয় যে ইনু একজন বলিষ্ট মন্ত্রী। স্টুডিওতে সন্ত্রাসীদের হামলা থেকে তার স্ত্রী তাকে রক্ষা করেন। হামলাতে তিনি কোন আঘাত পাননি যেহেতু তিনি নিজের মাথা নিছে নামিয়ে নিয়েছিলেন! তিনি ১৯৭১ সালের একজন বীর মুক্তিযুদ্ধা!
প্রতিবেদনে নাকি ঈংগীত করা হয়েছে যে আমাদের ইনু মন্ত্রী নিজের প্রচার করার জন্য নিজের থেকেই এই "সন্ত্রাসীদের হামলা" নাটক সাজিয়েছিলেন। তাই যদি হয় তাহলে খুব ভাল প্রচারই পেয়েছেন। বিদেশের মাটিতে নিজের দেশকে হেয় করার এর চাইতে আর কোন পন্তাহ আছে বলে মনে হয়না!
সাজনো নাটক "সন্ত্রাসীদের হামলা" শিগ্রীই বাংলাদেশে আসবে!
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




