রাসুল সাঃ কে নিয়ে ব্যঙ্গ করা ধর্মকারী ব্লগ আবার সচল !
যুক্তিমনস্কদের নির্মল বিনোদনের ব্লগ। বিতর্ক বা বাকবিতণ্ডার স্থান নেই এখানে। এই ব্লগে ধর্মের যুক্তিযুক্ত সমালোচনা করা হবে, ধর্মকে প্রশ্নবিদ্ধ করা হবে, অপদস্থ করা হবে, ব্যঙ্গ করা হবে। যেমন করা হয়ে থাকে সাহিত্য, চলচ্চিত্র, খেলাধুলা বা অন্যান্য যাবতীয় বিষয়কে !
এই স্লোগান নিয়ে ব্লগিং করা এ ব্লগকে সোনার বাংলা ব্লগের সাথে ব্যান করা হলেও সরকার আবার খুলে দিয়েছে !
Click This Link
এর উদ্দেশ্য হত পারে সরকার যেভাবে মুসল্লীদের পাখির মত গুলি করে মারছে তাতে মুসলিম দেশগুলো ও মানবাধিকার সংস্থার চাপে আছে কিন্তু বিক্ষোভকারী মুসল্লীদের আঘাতে কেউ মারা না যাওয়ায় সরকারের জঙ্গী যুক্তিও ধোপে টিকতেছে না তাই তাদের উশকে দেয়ার জন্য তাদের সহিংস হতে ইন্ধন যোগাতেই এ কাজ করেছে সরকার ।
তাই ধর্মপ্রান ভাইদের উচিত যতই উস্কানী দেয়া হোক না কেন সহিংস না হয়ে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করা সরকার ও নাস্তিকদের পাতা ফাঁদে পা না দেয়া !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


