কফিকাপ
-----------------------------------
এইযে কফিকাপ , তোমার ডানপাশে কোঁকড়া মোড়ক
এক ফোঁটা গড়িয়ে পড়ে তোমার কিনার হতে কফিকাপ - ধোঁয়াটা ভাগ হল
কেন দুই ভাগ হল ধোঁয়া ?
অর্থহীন ছড়ার মত টেলিফোন বাজে
ধরছোনা কেন ?
তোমার কিনারওতো ওষ্ঠ হয় । হাতের তালুতে রেখা কল্পনাকার
কল্প না কার - অর্থহীন ছড়া আমি শোনাতেও পারি
যেমন ধরো কফিকাপ , তুমি কি স্বপ্ন নও ?
আমিতো তোমাকে হুবহু দেখেছি স্বপ্নেও : একফোঁটা গড়িয়ে পড়ে
তোমার কিনার
হতে কফিকাপ , ধোঁয়াটা ভাগ হলো , কেন দুই ভাগ হলো ধোঁয়া ?
আমার দরোজা খুলে ঘরে ঢোকা - তোমার নিকটে আসা
তোমার গায়ে নোনা মেয়ে মানুষের ঘ্রাণ
গোলাপের ছবি । শিশুর স্বরের মতো চিকচিক করে সিরামিক
রবিবারের মেলা
--------------------------------------------
গোসল সেরে এখানে এসেছি কফির দোকান
চড়ুই পাখি হালকা গিটার
দুই এক জন যারা বাড়ি যাও
মেঘলা বাতাসে
চেয়ারে বসবে নাকি মুখোমুখি ?
আমাদের আতঙ্কিত পায়ের সীমানায়
হুট করে উড়ে যাবার পাতা - বসবে নাকি মুখোমুখি ?
দুলে দুলে ফুঁটে ওঠে ঝড় , সহজ এত এত -
ভালবাসাহীন
বিদেশী আচেনা গানে বাজতে থাকে পরিচিত সুরে
(ফেব্রুয়ারী , ০৮)
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




