আগুনে অন্য ফুল মরে গেল , শুধু ফুঁটলো পানিফুল
সবচে যে ক্ষণস্হায়ী - ফুঁটেই ঝরে ঝায় নতুন আরেকটা ফুলের পাপড়িতে
গোল শাদা শাদা পরাগ একপাত্র পানিকে আগুনের উপর রাখলে
প্রথম ফুঁটতে শুরু করে ,
তারপর তাদের আত্মা বাতাসে শরতে মিলিয়ে যায়
পানিফুলের আত্মা আকাশ অন্ধকার করে আছে আজকে সন্ধায়
আঘাত করতে ইচ্ছা করে , খেতে ইচ্ছা করে
গোল শাদা শাদা পুষ্পগুচ্ছ
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




