কাক
পানিহীন পুকুর
শুকিয়ে আছে খা খা দুপুর বেলা
গলা শুকিয়ে পানিহীন একটা পুকুরে
মধ্য দুপুরে
কা : কা : কা : কা কা
উড়ে গেল ডানা ঝাপটিয়ে
এই পাশ দিয়ে
ওই পাশে বিভৎস পাইনের সারি বরাবর
শান্ত ম্লান খারাপ বাতাস
টের পাওয়া যায়
ইনসমনিয়া
শেষ রাতের জানালার কিনারে দেখলাম
খয়েরী অন্ধকারে
ধীরে নেমে আসে তুষারের দানা
কোলার গ্লাস রাখি এই খানে
মায়া শাদা বুদ বুদ - নীচের থেকে উতরোল হয়
যেন জানালার বাইরে থেকে এসে , তুষার সমেত ওই রাত
কাচপাত্রে উলটে গিয়েছে -
নীচের থেকে উপরে বুদ্বুদ নয় ,
উড়ে আসছে একেকটা তুষার --
শেষ রাতে কোনও পৃথিবীর জানালায়
খয়েরী অন্ধকারে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




